• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

এমপিপুত্র রনির জোড়া খুনের মামলার রায় ৩০ জানুয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ৩০ জানুয়ারি ঘোষণা করা হবে।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার রায় ঘোষণার জন্য তৃতীয়বারের মতো দিন ধার্য করা হলো।

এ মামলার একমাত্র আসামি বখতিয়ার আলম রনি।

গত বছরের ৪ অক্টোবর মামলার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও পুনরায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়ার প্রয়োজন অনুভব করে আদালত। যার ফলে ওইদিন রায় না দিয়ে ১৭ অক্টোবর তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্য ও জেরার জন্য দিন ধার্য করে বিচারক।

এর আগে ৮মে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন রায় প্রস্তুত করতে পারেননি বলে তা মুলতবি করা হয়। পরে মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়।

২০১৫ সালের ১৩ এপ্রিল বখতিয়ার আলম রনি নিউ ইস্কাটনে জনকণ্ঠ ভবনের কাছে নিজের গাড়ির ভেতর থেকে নির্বিচারে গুলি চালান। এতে রিকশাচালক আবদুল হাকিম এবং জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব গুলিবিদ্ধ হন।

বলা হচ্ছে, ঘটনার সময় রনি মাদকাসক্ত ছিলেন।

পরে ১৫ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

এ ঘটনায় ১৫ এপ্রিল অজ্ঞাতদের আসামি করে রমনা থানায় মামলা দায়ের করা হয়। পরে ১ জুন ধানমন্ডির বাসা থেকে রনিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলাটির তদন্ত করে ওই বছরের ২১ জুলাই রনিকে অভিযুক্ত করেন গোয়েন্দা শাখার এসআই দীপক কুমার দাস। পরে ২০১৭ সালের ৬ মার্চ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক শামসুন্নাহার রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads