• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ছবি : সংগৃহীত

আইন-আদালত

ফলের বাজার নজরদারি

৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত ২১ মে ২০১৯

এ এইচ এম ফারুক

 

 

চলছে মধুমাস জ্যৈষ্ঠ। বাজারে আসতে শুরু করেছে আমসহ অন্যান্য বাহারি রসালো ফল। এই ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজধানীসহ সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে ফলের বাজার নজরদারির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের  কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ দিয়ে আগামী ১৮ জুন বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলেছেন।

আদালতে রিটকারী পক্ষের হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল বাশার।

আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে সোমবার মামলাটির তারিখ রেখেছিলেন আদালত। কিন্তু তারা কোনো প্রতিবেদন না দেওয়ায় বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে বলেছি, এটি যদি না করা হয় তাহলে দেখা যাবে, রাজশাহীর আমবাগানে রাসায়নিক ব্যবহার করল না। কিন্তু ঢাকাসহ সারা দেশে ফলের বাজার-আড়তে এনে যদি রাসায়নিক ব্যবহার করে তাহলে তো এর সুফল পাওয়া যাবে না। সে পরিপ্রেক্ষিতে আদালতের কাছে অবেদন জানালাম আদেশটা যেন কার্যকর করা হয়।

মনজিল মোরসেদ বলেন, ঢাকাসহ সারা দেশে ফলের বাজার ও ফলের আড়ত নজরদারিতে সাত দিনের মধ্যে কমিটি গঠন করে পর্যবেক্ষণ করতে বলেছেন আদালত। সেইসঙ্গে আগামী ১৮ জুন আদালত সংশ্লিষ্টদের আদেশটির বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলেছেন।

উল্লেখ্য, আমের মৌসুম সামনে রেখে গত ৯ এপ্রিল মানবাধিকার সংগঠন এইচআরপিবির আবেদনে রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে বাজার ও আড়তগুলো নজরদারির জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন আদালত।

এর আগে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ রোধে এইচআরপিবির একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই মামলাটিই চলমান রেখেছেন আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads