• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুই মাসের মধ্যে রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

আইন-আদালত

দুই মাসের মধ্যে রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে প্রাণ হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীবের পরিবারকে ৬০ দিনের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই অর্থের ২৫ লাখ টাকা বিআরটিসিকে ও বাকি ২৫ লাখ টাকা স্বজন পরিবহনকে দিতে বলা হয়েছে।

রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, রাজীবের দুর্ঘটনার দায় ওই দুর্ঘটনার জন্য দায়ী বিআরটিসি ও স্বজন পরিবহনকে নিতে হবে। এর আগে গত ১৫ ও ২৩ মে দুই দফায় রায় ঘোষণার দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান কলেজছাত্র রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়।

পরদিন ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তবে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ দিন চিকিৎসার পর ১৬ এপ্রিল মধ্যরাতে মৃত্যু হয় তার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads