• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দেড় শ আইনজীবী লড়বেন মিন্নির পক্ষে

ছবি : সংগৃহীত

আইন-আদালত

দেড় শ আইনজীবী লড়বেন মিন্নির পক্ষে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দেওয়ার জন্য শতাধিক আইনজীবী প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি, এএলআরডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব আইনজীবীকে বরগুনায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ব্লাস্টের জ্যেষ্ঠ কর্মকর্তা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না জানান, মিন্নিকে আইনি সহায়তার জন্য তার সংগঠনসহ বিভিন্ন সংগঠন থেকে শতাধিক আইনজীবী বরগুনায় যাবেন। ইতোমধ্যে আমাদের আইনজীবীরা কাজ শুরু করে দিয়েছেন। মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

তিনি বলেন, একজন স্বঘোষিত ঘুষদাতা ডিআইজি মিজানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিতে পারেন; অথচ ২০-২২ বছরের একটি মেয়েকে রিমান্ডের জন্য থানায় দিয়ে দিলেন আদালত। কীভাবে সম্ভব হলো। তদন্তের নামে যা খুশি তাই তো হতে পারে না। মিন্নিকে থানায় রিমান্ডে দেওয়া অবশ্যই ভুল হয়েছে। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলতে পারতেন।

তিনি আরো বলেন, মিন্নির মামলার সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে মামলাটি হাইকোর্টে নিয়ে আসব। এর সঙ্গে জড়িত সবাইকে তলব করাব।

এর আগে মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রথমেই ঘোষণা দিয়েছেন ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ। এ ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির অর্ধশত আইনজীবী ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন বলে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলোও মিন্নিকে আইনি সহায়তা দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

এ বিষয়ে আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ঢাকা থেকে আমরা ৪০ জন আইনজীবী বরগুনায় যাব। এখন যেহেতু ১৬৪ ধারায় জবানবন্দি হয়ে গেছে। তাকে তো কারাগারে পাঠানো হয়েছে। এখন গিয়ে তো লাভ হবে না। এ মামলার পরবর্তী ৩১ তারিখ জুলাই। ওইদিন আমরা যাব। মিন্নির বাবার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

তড়িঘড়ি করে মিন্নির জবানবন্দি নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, মিন্নির দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহার চেয়ে ৩১ জুলাই আদালতে আবেদন করব।

গত মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ওই দিন মিন্নিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন বুধবার আদালতে হাজির করে মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের দ্বিতীয় দিনে গত শুক্রবার মিন্নিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ জানায়, মিন্নি নিজের স্বামীর হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে নিয়েছেন। আদালত তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মিন্নি আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রিফাত হত্যা মামলায় নয়ন বন্ড গ্রেপ্তার হলেও পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গত ১৩ জুলাই রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার ছেলে রিফাতকে হত্যায় পুত্রবধূ মিন্নির হাত রয়েছে। ওই সংবাদ সম্মেলনে মিন্নিকে গ্রেপ্তারের দাবিও জানান রিফাতের বাবা। এর তিন দিনের মাথায় মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads