• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

শ্রীপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

আইন-আদালত

ছদ্ধ বেশে চেম্বারে বিচারক

শ্রীপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৯

ছদ্ধ বেশ ধরে চিকিৎসকের চেম্বারে হাজির হন শ্রীপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমডি সামসুল আরেফিন। পরে রোগী নিজের রোগের ফিরিন্থি তুলে ধরেন চিকিৎসকের কাছে। এ সময় সব কথা শুনে চিকিৎসক রোগীকে চিকিৎসা দিতে প্রস্তুতি নেন। এমন সময় রোগী নিজের পরিচয় দিয়ে চিকিৎসকের চিকিৎসা সংক্রান্ত বৈধ কাগজপত্র চাইলে সে উপযুক্ত চিকিৎসা সনদ দেখাতে পারেনি।

গাজীপুরের শ্রীপুরে এমনি এক ভুয়া চিকিৎসকে কৌশলে ধরে ফেলেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমডি শামসুল আরেফিন। রোববার রাতে শ্রীপুর রেলস্টেশনের পাশে সেবা মেডিকেল সেন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় কামরুল ইসলাম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভুয়া চিকিৎকের বাড়ি মাদারীপুর সদরে। সে অনেক দিন ধরেই শ্রীপুরে বসবাস করে অবৈধ ভাবে বিভিন্ন রোগীদের ভুল চিকিৎসা করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছদ্ধ বেশে রোগী সেজে কামরুল ইসলামের(ভুয়া ডাক্তার) চেম্বারে আসেন অ্যাসিল্যা- এমডি শামসুল আরেফিন। পরে এক সময় তার ডাক্তারি করার যোগ্যতা জানতে চাইলে কিছু কাগজপত্র বের করেন। কাগজপত্র যাচাই বাছায় করে সবই ভুয়া প্রমানিত হয়। এ সময় সকল অপরাধ স্বীকার করে ভুয়া ডাক্তার কামরুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের বিচারক (অ্যাসিল্যা-) এমডি শামসুল আরেফিন জানান, অনেক দিন ধরেই এ ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের অভিযোগ ছিল। পরে রোববার রাতে তাকে হাতেনাতে প্রমানসহ ধরা হয়। এ সময় সকল অপরাধ সে স্বীকার করে। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ভুয়া চিকিৎসক কামরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads