• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নাটোরে ফেনসিডিল বহনের অভিযোগে এর নারীর ৭ বছর কারাদণ্ড

নাটোরে ফেনসিডিল বহনের অভিযোগে এর নারীর ৭ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

নাটোরে ফেনসিডিল বহনের অভিযোগে এর নারীর ৭ বছর কারাদণ্ড

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৯

নাটোরে ফেনসিডিল বহনের দায়ে নাসিমা বেগম (৩২) নামের এক নরীকে সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ  সেই সঙ্গে ওই নারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে দিয়েছেন নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এই দণ্ডাদেশ দেন

দণ্ডপ্রাপ্ত নাসিমা বেগম নাটোরের লালপুর উপজেলার চক বাদকয়া গ্রামের ইদবার হোসেনের স্ত্রী। 

নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) লুৎফর রহমান জানান,২০০৩ সালের ১০ ডিসেম্বর লালপুর থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান লালপুর বাসস্টেন্ড থেকে নাসিমা বেগমকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ ব্যাপারে মামলা হলে উপ পরিদর্শক শহিদুল ইসলাম ওই মহিলার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেনঠ। মামলাটি বিচারে আসলে আদালত ছয়জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। বিচারে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উল্লেখিত দণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads