• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
২ শতাংশ সুবিধা নন ব্যাংকিং গ্রাহকদের দেওয়া প্রশ্নে রুল

ফাইল ছবি

আইন-আদালত

২ শতাংশ সুবিধা নন ব্যাংকিং গ্রাহকদের দেওয়া প্রশ্নে রুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ ব্যাংকের জারি করা মোট ঋণের ২ শতাংশ জমা দিয়ে ঋণ পুনঃতফসিলের সুবিধা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগের মহাব্যবস্থাপক, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নুর-উস সাদিক।

ফনিক্স ফাইন্যান্সের ঋণ গ্রহীতা মো. ইউনুস পাটওয়ারী রিট আবেদনটি দায়ের করেন। এর আগে তিনি ফনিক্স ফাইন্যান্স ও বাংলাদেশ ব্যাংকে ২ শতাংশ ঋণ সুবিধা পেতে আবেদন করেন।

তাকে জানানো হয় এ ঋণ সুবিধা শুধুমাত্র ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য প্রযোজ্য। চলতি বছরের ১৬ মে ব্যাংকের ঋণ খেলাপিদের ২ শতাংশ ডাউনপেমেন্টের বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ (বিআরপিডি)।

অন্যদিকে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয় আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অধীন (ডিএফআইএম)। ফলে বিআরপিডির বিজ্ঞপ্তির সুবিধা

ডিএফআইএম’র জন্য কার্যকর নয়। এরপর গত ১২ সেপ্টেম্বর ইউনুস পাটওয়ারীর পক্ষে আইনি নোটিশ দেয়া হয় বাংলাদেশ ব্যাংককে। নোটিশের কোন জবাব না পেয়ে এ রিট পিটিশন করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads