• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একে এম জহিরুল হকের সম্বনয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আজ রোববার দুপুর দুইটায় এ শুনানি শুরু হয়।

এদিকে নিরাপত্তা নিশ্চিতে পরিচয়পত্র ছাড়া আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেয়ার কথা উল্লেখ করে, গত মঙ্গলবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।

গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া। চ্যারিটেবল দুর্নীতি মামলায় এর আগেও তিনবার জামিন চেয়ে আবেদন করেন বেগম জিয়া, তিনবারই তা খারিজ হয়। এবারও জামিন ঠেকাতে আইনগতভাবে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads