• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

দুই মামলায় ইরফান সেলিমের জামিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২১

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিমের ভ্রাম্যমান আদালতের দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। বাসায় বিদেশী মদ ও ওয়াকিটকি রাখার অভিযোগে এই দুই মামলায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দিয়েছিলেন। 

আজ মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করেছেন। দুপুরে ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ ও আদালতের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭শে অক্টোবর ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দু’টি করে পৃথক মোট চারটি মামলা দায়ের করে র‌্যাব। গত ২৯শে অক্টোবর এসব মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন অস্ত্র ও মাদক আইনে দু’জনের বিরুদ্ধে দু’টি করে চারটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ড চান। এরপর গত ৮ নভেম্বর গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঁচদিন করে রিমান্ডে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৬শে অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। মামলার আসামিরা হলো, ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও দুই-তিন জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads