• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন নাট্যজন রামেন্দু মজুমদার, শিশুসাহিত্যিক আলী ইমাম, দৈনিক আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং অনিন্দ্য প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন

ছবি : সংগৃহীত

সাহিত্য

‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৯

অত্যন্ত আনন্দঘন পরিবেশে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গতকাল শনিবার বিকালে তরুণ কবি মো. মেহেবুব হকের কাব্যগ্রন্থ ‘ভালোবাসার নীলপদ্ম’র মোড়ক উন্মোচন করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন নাট্যজন রামেন্দু মজুমদার, শিশুসাহিত্যিক আলী ইমাম, দৈনিক আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং অনিন্দ্য প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় পরিয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন নিশাদ সাদিয়া খান।

তাবাসসুম মাইশা মোনার উপস্থাপনায় ‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থ থেকে উল্লেখযোগ্য কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনানো হয় মিলনায়তনে উপস্থিত সুধীজনদের।

কাব্যগ্রন্থটি প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘মো. মেহেবুব হকের এটি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রশংসার দাবিদার। কারণ তিনি গ্রন্থটি রচনা করেছেন অত্যন্ত সহজ ও শ্রুতিমধুর ভাষায়। যেকোনো পাঠক পড়ে কবিতাগুলোর প্রেমে পড়ে যাবে।’

কবিকে শুভেচ্ছা জানিয়ে আলী ইমাম বলেন, ‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের সবগুলো কবিতা এত স্বচ্ছ যে, এর মধ্যে আমি কোনো ভেজাল শব্দ খুঁজে পাইনি। এই গ্রন্থটিতে কবি অকপটে জীবনের নানান বাস্তবতাকে তুলে ধরেছেন, যা একজন পাঠককে অনায়াসে আকৃষ্ট করে।’

নাঈমুল ইসলাম খান বলেন, ‘মো. মেহেবুব হকের কবিতা আমার কাছে সার্বজনীন মনে হয়েছে। কারণ তার কবিতায় যেমন প্রেম আছে, তেমনি আছে আমাদের জীবনের কথাও। আমার বিশ্বাস মেহেবুব নিয়মিত লিখলে আরো ভালো করবে।’

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো. মেহেবুব হক বলেন, ‘আমি নিয়মিত লিখতে চাই। সবার ভালোবাসা এবং নিরবিচ্ছিন্ন সহযোগিতা নিজের ভেতর লালিত স্বপ্ন ধারাবাহিক কবিতা লেখনিতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।’

প্রসঙ্গত, মো. মেহেবুব হকের জন্ম ১৯৮৫ সালে যশোরের শার্শায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে পেশাগত জীবনে ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত আছেন কাস্টমস এন্ড এক্সাইজ ডিউটিতে। অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত তার ‘ভালোবাসারনীল পদ্ম’ কাব্যগ্রন্থে মোট ৬৪টি কবিতা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads