• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সাহিত্য

কবি আবুবকর সিদ্দিক পাচ্ছেন বাংলা বিভাগ অ্যালামনাই কলাবিদ পুরস্কার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২০

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও কথাসাহিত্যিক আবুবকর সিদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই কর্তৃক ‘ডক্টর মুহম্মদ এনামুল হক কলাবিদ পুরস্কার ২০২০’-এর জন্য মনোনীত হয়েছেন। বহুমাত্রিকতায় ভাস্বর এই কবির কবিতায় সামাজিক দায়বদ্ধতা, আধুনিকতা, পরিশিলীত কাব্যচিন্তা, ঘূর্ণায়মান জীবনের দৈশিক ও বৈশ্বিক টানাপোড়েন, ঐতিহ্যের উত্তরাধিকার এসব কিছুই প্রধান হয়ে ওঠে। যদিও স্বতন্ত্রভাবে দৃষ্টিগ্রাহ্য হয়ে ওঠে কবির নিজস্ব প্রতীক ব্যবহার ও শব্দ নির্মাণের সূক্ষ্মতা। ‘ধবল দুধের স্বরগ্রাম’, ‘বিনিদ্র কালের ভেলা’, ‘হে লোকসভ্যতা’, ‘হেমন্তের সোনালতা’, ‘কংকালে অলঙ্কার দিয়ো’, ‘মানবহাড়ের হিম ও বিদ্যুৎ’ প্রভৃতি কবিতাগ্রন্থ তার প্রমাণ দেয়।

তেমনি বাংলাদেশের কথাসহিত্যে ভাষা, চরিত্র এবং এর বিষয়-প্রকরণ নিয়ে যে অল্প কয়েকজন কথাসাহিত্যিক নিরীক্ষা চালিয়েছেন, তাঁদেরই একজন আবুবকর সিদ্দিক। বিরলপ্রজ অথচ সময়ের সহচর সাম্প্রতিক ও একই সঙ্গে চিরকালীন আবেদনের চিহ্ন স্বাক্ষরিত ঋদ্ধ কথাসাহিত্যের অনন্য রূপকার আবুবকর সিদ্দিক তাঁর নিরীক্ষার শেকড় প্রোথিত করেছেন প্রধানত দলিত ব্রাত্যজনকে নিয়ে। সেই সাবল্টার্ন সমাজের এক নতুন প্রকাশ দেখতে পাই আবুবকর সিদ্দিকের গল্প ও উপন্যাসের ভিতরে। আবুবকর সিদ্দিকের গদ্যভাষা একান্ত নিজস্ব অন্তর্বয়নধর্মী। আমাদের বাংলা কথাসহিত্যে আবুবকর সিদ্দিক স্বতন্ত্র চিহ্নিত ব্যক্তিত্ব। ‘ভূমিহীন দেশ’, ‘চরবিনাশকাল’, ‘কুয়ো থেকে বেরিয়ে’, ‘মরে বাঁচার স্বাধীনতা’ কিংবা ‘জলরাক্ষস’, ‘খরাদাহ’, ‘একাত্তরের হৃদয়ভস্ম’ গল্প-উপন্যাস তার জ্বলন্ত উদাহরণ।

আবার ষাটের দশকে বাঙালির আত্মপ্রতিষ্ঠার ও স্বাধীকার আন্দোলনে বামরাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গণসঙ্গীত রচনার মাধ্যমে গণমানুষের কাতারে কবি নিজেকে শামিল করেছেন নির্বিদ্বিধায়। আমাদের মুক্তিসংগ্রামের দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁর রচিত ‘বেয়নেট বেরিকেড বেড়াজাল’ প্রচারিত হতো মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে। এই গণসঙ্গীতের জন্য ওই সময়ে পাকবাহিনীর দোসর বর্বর আলবদর আলশামস নামধারী রাজাকারদের হাতে কবিকে নির্যাতিত হতে হয়েছে।

কবিতা, গল্প, প্রবন্ধ, গণসঙ্গীত, স্মৃতিকথা ইত্যাদি মিলে প্রায় অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা আবুবকর সিদ্দিক বর্তমানে খুলনা শহরে খুব নিভৃতে জীবনযাপন করছেন। আবুবকর সিদ্দিকের এই অর্জন বর্তমান হাস্যকর অনুজ্জ্বল পদকপ্রাপ্তির বিপরীতে সৎ সাহিত্য চর্চার বলিষ্ঠ উচ্চারণ। আগামী ৫ মার্চ কবির হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের সম্মাননাপত্র, ক্রেস্ট, উত্তরীয় এবং নগদ ২৫ হাজার টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads