• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ৮ জুলাই

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সংরক্ষিত ছবি

জাতীয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ৮ জুলাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ মে ২০১৮

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৬টি ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ আগামী ৮ জুলাই প্রদান করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয় থেকে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করে। প্রকাশিত গেজেট অনুসারে পুরস্কারপ্রাপ্তরা হলেন -

শ্রেষ্ঠ পরিচালক - অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)
শ্রেষ্ঠ অভিনেতা - চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - ঘ্রাণ
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র - জন্মসাথী
শ্রেষ্ঠ অভিনেত্রী - যৌথভাবে, নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব)ও কুসুম শিকদার (শঙ্খচিল)
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেতা - যৌথভাবে, আলীরাজ (পুড়ে যায় মন)ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)
শ্রেষ্ঠ খল অভিনেতা - শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ শিশুশিল্পী - সাঁঝবাতি (শঙ্খচিল)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক - ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)
শ্রেষ্ঠ সুরকার - ইমন সাহা
শ্রেষ্ঠ গায়ক - ওয়াকিল আহমেদ (দর্পণ বিসর্জন)
শ্রেষ্ঠ গায়িকা - মেহের আফরোজ শাওন (কৃষ্ণপক্ষ)
শ্রেষ্ঠ গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার (মেয়েটি এখন কোথায় যাবে)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন (আয়নাবাজি)
শ্রেষ্ঠ সম্পাদক - ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক - উত্তম গুহ (শঙ্খচিল)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক - রাশেদ জামান (আয়নাবাজি)
সেরা শব্দগ্রাহক - রিপন নাথ ( আয়নাবাজি)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা শিল্পী - যৌথভাবে, সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)
শ্রেষ্ঠ মেকআপম্যান - মানিক (আন্ডার কনস্ট্রাকশন)
এছাড়া ২০১৬ সালে যুগ্মভাবে আজীবন সন্মাননা পাচ্ছেন নায়িকা ফরিদা আখতার ববিতা এবং নায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

জাতীয় চলচ্চিত্র বিভাগে নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তবে ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে।রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তজার্তিক সস্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরনের অনুষ্ঠান আয়োজন করছে যৌথভাবে তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।

২০১৬ সালে সর্বাধিক ৭টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ‘আয়নাবাজি’ ছবিটি। এ ছাড়া ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি। ৩টি করে পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ এবং গৌতম ঘোষ পরিচালিত ‘শংখচিল’ ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads