• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
'বাড়তি ভাড়ার নামে কোথাও নীরব চাঁদাবাজি নেই'

আজ বুধবার রাজধানীর সায়দাবাদে বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

ছবি সংরক্ষিত

জাতীয়

'বাড়তি ভাড়ার নামে কোথাও নীরব চাঁদাবাজি নেই'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুন ২০১৮

এবারের ঈদ যাত্রায় বাসে বাড়তি ভাড়ার নামে নীরব চাঁদাবাজি চলছে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ বুধবার রাজধানীর সায়দাবাদে বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা রয়েছে। এখানে বাস মালিক সমিতির লোকসহ আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। যাত্রীদের কাছ থেকে যেন বেশি ভাড়া নিতে না পারে সেজন্য মোবাইল কোর্ট রয়েছে। আমি নিজে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, কাউন্টারে বেশি ভাড়া নিচ্ছে না। ঈদ বকশিসের নামে কোথাও নীরব চাঁদাবাজি নেই।

তিনি বলেন, অজ্ঞানপার্টি, মলমপার্টি, টানাপার্টি বা ছিনতাইকারীদের বিরুদ্ধে ডিএমপি শক্ত অবস্থানে রয়েছে। তাদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।  উৎসবমূখর ও নিরাপদ পরিবেশে নগরবাসী ঈদ উদযাপনের জন্য নিজের বাড়ি যাচ্ছে। ডিএমপির সদস্যরা ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে তৎপর রয়েছে। ঈদকে ঘিরে পুলিশের টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদে বাসা-বাড়ি, অফিসের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি গার্ড রেখে যাবেন। সিকিউরিটি গার্ডের সাথে সমন্বয় করে পুলিশ নিরাপত্তা দিবে। সকলের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ ও ক্রাইম বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ সায়েদাবাদ বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads