• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
১৬৭৬৭ নম্বরে মিলবে পরিবার পরিকল্পনার পরামর্শ ও সেবা

বিশ্ব জনসংখ্যা দিবসে কল সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী

ছবি : সংগৃহীত ছবি

জাতীয়

১৬৭৬৭ নম্বরে মিলবে পরিবার পরিকল্পনার পরামর্শ ও সেবা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং পরামর্শ দেওয়ার লক্ষ্যে ২৪ ঘণ্টার কল সেন্টার চালু হচ্ছে। নির্ধারিত ১৬৭৬৭ নম্বরে ফোন করে পরামর্শ ও সেবা নিতে পারবেন নাগরিকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদফতরে উদ্যোগে আজ বুধবার থেকে এ কার্যক্রম শুরু হবে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার বিকালে পরিকল্পনা অধিদফতরের ঢাকার কারওয়ান বাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘এ সরকারের আমলে মাতৃ ও শিশু মৃত্যুহার, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার, দক্ষ সেবাদানকারীর মাধ্যমে প্রসব হার, গর্ভ, প্রসব ও প্রসব-পরবর্তী সেবা গ্রহণের হার বেড়েছে।’

তিনি বলেন, ‘দেশে মাতৃমৃত্যু হার আগের তুলনায় ৫০ ভাগ কমেছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার শতকরা ৬২ ভাগ হয়েছে। বর্তমান সরকারের আমলে দক্ষ সেবাদানকারীর মাধ্যমে প্রসবের হার শতকরা ২৩ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৪৭ ভাগ ও গর্ভ, প্রসব ও প্রসব-পরবর্তী সেবা গ্রহণের হার শতকরা ১৯ ভাগ থেকে ৪৩ ভাগ হয়েছে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কিশোরীদের গর্ভধারণ অন্যতম ভাবনার বিষয়। এখনো ১৮ বছর বয়স হওয়ার আগেই শতকরা ৫৯ ভাগ কিশোরীর বিয়ে হয়ে যায়। শতকরা ৩১ শতাংশ অপরিণত বয়সেই প্রথম বা দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়। বিবাহিত কিশোরীদের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার এখনো কম, যা শতকরা ৪৭ ভাগ।’

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার বলেন, ‘২০১৪ সালের ব্যুরো অব স্ট্যাটিকটিকসের তথ্যানুসারে টোটাল ফারটিলিটি রেট (টিএফআর) ২ দশমিক ৩ থাকলেও সম্প্রতি বিবিএসের তথ্যানুসারে তা ২ দশমিক ১ ভাগে নেমে এসেছে। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা প্রদানে দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জিএম সালাউদ্দিন, অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার এবং ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি আশা বিট্রে টরকেলসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads