• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কোটা আন্দোলন নেতা সুহেল কারাগারে

কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সুহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত

সংরক্ষিত ছবি

জাতীয়

ঢাবি ভিসির বাসভবন ভাঙচুর মামলা

কোটা আন্দোলন নেতা সুহেল কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

কোটা আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা ও ভাঙচুরসহ ৪ মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সুহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম জিয়াউল ইসলাম এ আদেশ দেন।

সুহেল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক।

গত বৃহস্পতিবার ভোরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারের চামেলিবাগের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। পরে পুলিশ সুহেলকে গ্রেফতার করার কথা স্বীকার করে। ওই দিনই শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় সুহেলকে আটক দেখিয়ে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত সুহেলকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

গত ৮ এপ্রিলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাসভবন ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা হয়। এর তিনটিতেই বাদী পুলিশ। ভিসির বাসায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। আসামির সংখ্যাও উল্লেখ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads