• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বিশ্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন

দেশজুড়ে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

সংগৃহীত ছবি

জাতীয়

বিশ্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশজুড়ে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বেপরোয়া চালকের ফাঁসি, নিরাপদ সড়ক চলাচল ব্যবস্থাসহ ৯ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলে এ বিক্ষোভ।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি খবরের শিরোনাম ছিল- ‘পঞ্চম দিনের মতো দেশজুড়ে চলছে শিক্ষার্থী আন্দোলন।’ পত্রিকাটির অনলাইন ভার্সনে লেখা হয়, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে ঢাকায় শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। 

ফরাসি সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, দুই শিক্ষার্থীরা প্রাণহানির ঘটনায় বাংলাদেশের রাজধানী ঢাকায় রাস্তা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের আন্দোলন গুটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলছে, দুই শিক্ষার্থীর ওপর গাড়ি চালিয়ে দেওয়া চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় টানা বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা সড়কে নিরাপত্তা ও হত্যার ন্যায়বিচার দাবি করছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, চালকের বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকার রাস্তায় নেমেছে। নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

ভয়েস অব আমেরিকার এক খবরে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অন্তত ২০টি পয়েন্টে ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় দুজন মন্ত্রী তোপের মুখে পড়েন।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, ঢাকার রাস্তায় দল বেঁধে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দিনভর এই খুদেদের কাজকর্মে বিপর্যস্ত হয়ে পড়ল ঢাকার জনজীবন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন বলছে, প্রতিবাদের ঝড় উঠেছে ঢাকার রাজপথে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকার শাহবাগ, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায়।

বিক্ষোভের আগাম খবরে গত বুধবার অঘোষিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতেও কোনো কাজ হয়নি। ছাত্রদের অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন। চার দিন ধরে এই অবস্থা চলতে থাকায় গতকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। ছাত্র বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, সাভার, ময়মনসিংহ ও বরিশালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads