• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীর চৌরাঙ্গী মোড়স্থ স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্বরে মানবন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্বরে নীলফামারীর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টার দিকে বিভন্নি স্কুল-কলজেরে শক্ষার্থীরা একযোগে সড়কে নমেে এসে মানববন্ধন পালন করে।

এসময় মানববন্ধনে যোগদেয় নীলফামারী সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ছমিউদ্দিন স্কুল এন্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত দুই সহশ্রাধীক শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সাম্পাদক মাসুদ সরকার মাসুদ ও জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক অয়ন মাহমুদ একাত্ততা প্রকাশ করেন।

কান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সাম্পাদক মাসুদ সরকার মাসুদ বলেন, ‘ শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্ততা ঘোষণা করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘাতক বাস চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে আইনী জটিলতা শিথিল করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি সকল দাবিতে মেনে নিয়ে তা বাস্তবায়নের কাজ শুরু করেছে বর্তমান সরকার। অথচ একটি গোষ্টি নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমাদের। ’

এদিকে একই দাবিতে ডোমার রেল ঘুন্টি মোড়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশের সহযোগীতায় বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। সড়কে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা সকল গাড়ি চালকদের লাইসেন্সও চেক করে। এঘটনার পর পরই নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads