• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘বন্দি মুজিব ছিলেন লক্ষগুণ শক্তিশালী’

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় গতকাল বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ছবি -বাংলাদেশের খবর

জাতীয়

‘বন্দি মুজিব ছিলেন লক্ষগুণ শক্তিশালী’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন লক্ষগুণ শক্তিশালী। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু ১৫ আগস্ট সরকার, সংসদ সব থাকলেও মুক্তিযোদ্ধারা আত্মসমর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মিথ্যাচার ও গুজব রটনার কারখানা হচ্ছে পাকিস্তান, রাজাকার, জামায়াত, শিবির, বিএনপি আর জঙ্গি সংগঠনগুলো। তারা মিথ্যাচার করে মুক্তিযুদ্ধকে ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে খাটো করতে পারেনি। শেখ হাসিনার অগ্রযাত্রাও কেউ ঠেকাতে পারবে না।

দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, পাক হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করলেও তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বন্দি বঙ্গবন্ধু ছিলেন লক্ষ লক্ষ গুণ শক্তিশালী। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট সরকার, সংসদসহ সব কিছুই ছিল আওয়ামী লীগের। কিন্তু মুক্তিযুদ্ধের মতো ঝাঁপিয়ে না পরে তার সৈনিকরা সবাই আত্মসমর্পণ করেছিলেন।

সভায় সভাপত্বি করেন সামছুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তরুণ তপন চক্রবর্ত্তী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, মৃণাল কান্তি রায় প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads