• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে এবারো চাঁদপুরের ৫টি আসন উপহার দিতে চাই: মায়া

খেলায় বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার ২ লাখ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

প্রধানমন্ত্রীকে এবারো চাঁদপুরের ৫টি আসন উপহার দিতে চাই: মায়া

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ১ম চাঁদপুর অন্ত:জেলা মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার বিকেলে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এমপি, কচুয়া-১ আসনের সংসদ সদস্য ও সরকারী হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর, আলহাজ্ব ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া এমপি, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।

হাজার হাজার দর্শকের উম্মাদনায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হাজীগঞ্জ একাদশকে হারিয়ে কচুয়া একাদশ ০-২ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই এতে মন খারাপের কিছু নেই। তোমরা যে খেলা খেলেছো তা অবশ্য স্মরণীয়।

তিনি প্রত্যাশা করেন চাঁদপুর অন্ত:জেলা মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলাটি যেন বন্ধ না হয়ে যায়। 

তিনি বলেন, কচুয়া থেকে বিজয়ের যে জয়যাত্রা শুরু হয়েছে, আগামী নির্বাচনেও তা অব্যাহত থাকবে। এ জয়যাত্রার মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে এবারো চাঁদপুরের ৫টি আসন উপহার দিতে চাই।

পুলিশ প্রধান আইজিপি সাহেবের প্রতি অনুরোধ করে বলেন, চাঁদপুর অন্ত:জেলা মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্টের যে, আয়োজন করেছে। এ খেলাটি কিভাবে দেশব্যাপী পরিচালনা করা যায় তার ব্যবস্থা করার জন্য।

চাঁদপুর অন্ত:জেলা মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. দীপু মনি এমপি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads