• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

সংগৃহীত ছবি

জাতীয়

ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উদযাপন শেষে ছুটি শেষ হয়েছে আজ। প্রথম কর্মদিবসের সকাল থেকেই সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে কর্মজীবী মানুষের ভির ছিলো লক্ষ করার মতো।

যাত্রীদের কিছু অভিযোগ থাকলে স্বজনদের সাথে ঈদ উদযাপক করতে পেরে চোখে-মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চের যাত্রীদের যাত্রা স্বস্তির হলেও বাসে রওনা হওয়া যাত্রীরা কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে জটে পড়ে ঢাকায় পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। রেলের সুচিতে গড়বড়ের কারণে ট্রেনের যাত্রীদেরও ভুগতে হচ্ছে।

এদিকে, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরত যাত্রিদের ভিড় ছিল অনেক । তবে আসতে কোন সমস্যা হয়নি বলেন জানান যাত্রীরা। আগামীকাল ভোরে লঞ্চে ভিড় আরও বেশি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কোন প্রকার ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করছেন যাত্রীরা। ঘরে ফেরার সময় যে বিলম্ব যাত্রা, যানজট বা বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীদের ছিল কর্মস্থলে ফেরার সময় তার কিছুই ছিল না বলেও জানান তারা।

এদিকে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কারণ অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করেছেন। তাই রাজধানী তার আপন রূপে ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads