• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘পুষ্টিচাল’ পাচ্ছে ৫০ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

সংগৃহীত ছবি

জাতীয়

‘পুষ্টিচাল’ পাচ্ছে ৫০ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সারা দেশে ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১০ টাকা করে ৩০ কেজি ‘পুষ্টিচাল’ পাচ্ছে।

তিনি বলেন, যাদের পুষ্টির অভাব রয়েছে তারা এ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবে।পুষ্টি সমস্যা দুর করার লক্ষ্যে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। কার্যক্রমের অংশ হিসেবে কেরাণীগঞ্জ উপজেলার ১৮ হাজার ৯০১ উপকারভোগী পরিবার এ চাল পাচ্ছে।

আজ মঙ্গলবার কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নের রেডরোজ পার্টি সেন্টারে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে খাদ্যবান্ধব কর্মসূচীতে পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘সর্বসাধারনের জন্য খোলা বাজারে পুষ্টিচাল সহজলভ্য করার পদক্ষেপ গ্রহন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এক গবেষণা জরিপে দেখা গেছে যে, এ দেশের জনগণের দেহে ভিটামিন এ, বি-১,বি-১২,ফলিক এসিড,আয়রন ও জিংক এই ৬টি ভিটামিনের অভাব রয়েছে।এ চালের মাধ্যমে ওই সমস্ত ভিটামিনের অভাব দুর করা সম্ভব।

খাদ্যমন্ত্রী বলেন, সুষম খাদ্য গ্রহনের অসচেতনতার জন্য জনগনের মাঝে পুষ্টি সমস্যা রয়েছে। এ পরিস্থিতি উপলব্দি করে পুষ্টি সমস্যা দুর করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। এর মধ্যে দরিদ্র জনসাধারনের জন্য সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচীর অর্ন্তভুক্ত খাদ্য বান্ধব কর্মসূচী উল্লেখযোগ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১৪৬টি সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন।এর প্রত্যেক ক্ষেত্রেই সাফল্য অর্জিত হয়েছে। এরমধ্যে নিরাপদ খাদ্য প্রাপ্তির ব্যাবস্থাও করা হয়েছে। যে কারনে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ব খাদ্য কর্মসূচীর বাংলাদেশস্থ প্রতিনিধি রিচার্ড রেগান, অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু,খাদ্য সচিব শাহাবুদ্দিন আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads