• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

সুপ্রিম কোর্ট

সংরক্ষিত ছবি

জাতীয়

অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম। প্রথম দিনেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নিয়মিত কার্যক্রম শুরুর আগে প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চও পুনর্গঠন করেছেন।

রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটির পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১ অক্টোবর (আজ সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিকে হাইকোর্ট বিভাগে ৫টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। ২০১৮ সালের ৩ (১২) নম্বর গঠনবিধি অনুযায়ী বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স ছাড়া সকল প্রকার রিট বিষয়, রুল ও আবেদনপত্র শুনবেন। বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ দেওয়ানি মোশন, বিধি আপিল, প্রথম বিবিধ আপিল (প্রবেট) ও নির্বাচনী আবেদনপত্র শুনবেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স ছাড়া সকল প্রকার রিট বিষয়, রুল ও আবেদনপত্র শুনবেন। বিচারপতি ফরিদ আহমেদের একক বেঞ্চ ফৌজদারি মোশন, ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং জামিন আবেদনের শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ ফৌজদারি মোশন, ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং জামিনের আবেদন শুনবেন।

গত ১৫ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশ শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত এ অবকাশ চলে। এর মধ্যে ঈদুল আজহা, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং অবকাশের কারণে ৪৬ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয়ের শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম চলেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads