• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
দুর্গাপূজা শুরু আজ মহাষষ্ঠী

বোধনের আনুষ্ঠানিকতা শেষে আজ মহাষষ্ঠী

সংরক্ষিত ছবি

জাতীয়

প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাকেশ্বরীতে

দুর্গাপূজা শুরু আজ মহাষষ্ঠী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

বোধনের আনুষ্ঠানিকতা শেষে আজ মহাষষ্ঠী। পরিবারসহ বাবার বাড়িতে দেবী দুর্গার আগমনের দিন। বিল্ববৃক্ষের তলায় চলবে দেবীর আরাধনা। সপরিবারে এক রাত সেখানে কাটিয়ে পরদিন সপ্তমীতে পা দেবেন বাবার বাড়িতে। আজ ষষ্ঠীর দিন বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামকৃষ্ণ মিশন ও ৪টায় ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস পাল।

কয়েক দিন বৃষ্টির পর গতকাল সকাল থেকে আকাশে উঁকি মারছে সূর্য। আগমনীর সুরে উৎসবের সূচনা। এবার দুর্গা দেবী ঘোটকে আগমন করেছেন। শাস্ত্র অনুযায়ী এর ফল হলো- ‘ছত্রভঙ্গসরঙ্গম’, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতার প্রকাশ পাবে। রাজনৈতিক উত্থান, পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা ও অপমৃত্যুর প্রভাব বাড়বে। আর দশমীর পর মা দুর্গা দেবী দোলায় গমন করবেন। ফল হলো- ‘দোলায়াং মরকং ভবেৎ’। অর্থাৎ, দেখা দেবে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পরও দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল বলেন, দ্ব্যর্থহীন ভাষায় আগেও বলেছি, আজো বলছি, শুধু নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেই পূজা ও ধর্মীয় উৎসব নিরাপদ করা যাবে না। সমাজ ও রাজনীতি থেকে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা নির্মূল করতে হবে। তবেই আসবে নিরাপত্তা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, এবার শেরপুর, বগুড়া, নীলফামারী, খুলনা, হবিগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, শরীয়তপুর, দিনাজপুর, রংপুর, গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর হয়েছে। প্রশাসন থেকে পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতে আমাদের জন্য করণীয় সম্পর্কে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা ইতোমধ্যে জেলা ও মহানগর কমিটি পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত ১০ বছর ধরে দুর্গোৎসবে তিন দিনের সরকারি ছুটির দাবি জানালেও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো কোনো আশ্বাস আসেনি।

পূজা উদযাপন পরিষদের নেতারা অভিযোগ করে বলেছেন, ১৭ অক্টোবর, মহাঅষ্টমী তিথিতে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান চাকরিতে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। তারা আশা করছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এদিন সব নিয়োগ পরীক্ষা স্থগিত রাখবে।

দেবী দুর্গার মূল পূজা বসন্তকালে। তাই একে বাসন্তীপূজা বলা হয়। যা সাধারণত চৈত্রের তিথিতে হয়ে থাকে। এই পূজা করেছিলেন লঙ্কার রাজা রাবণ। রাবণ দুর্গা দেবীকে পূজার মধ্য দিয়ে খুশি করে অমরত্ব লাভ করেছিলেন। তাই কোনোভাবেই রামচন্দ্র রাবণকে বধ করতে পারছিলেন না। কারণ দুর্গা দেবী হলো সকল শক্তির উৎস। ব্রহ্মা, বিষ্ণু, শিবের তেজ থেকে মা দুর্গার জন্ম। তাই তিনি হলেন শক্তির আধার। রাবণকে বধ করতেই মূলত শ্রীরামচন্দ্র শরতে অকালে আহ্বান করে দুর্গা দেবীকে মর্ত্যে নিয়ে আসেন। তাই শরতের এই শারদীয় দুর্গা উৎসবকে অকালবোধন বলা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads