• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি

জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

ঠাকুরগাঁওয়ের ক্রান্তিভিটা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।  আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। 

নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী ক্যাম্পের হাট গ্রামের পসির উদ্দীনের ছেলে।  বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বালিয়াডাঙ্গীর পাড়িয়া ইউনিয়নের ক্রান্তিভিটা সীমান্তের ৩৮৯ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।  এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।  এতে গোলাম রব্বানী (২৬) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  এ সময় তার সঙ্গীরা তাকে রেখে পালিয়ে আসেন।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ডের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।  বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads