• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আ.লীগকে আগামী সরকারে চায় ৫১ শতাংশ তরুণ

জরিপ

প্রতীকী ছবি

জাতীয়

কলরেডির জরিপ

আ.লীগকে আগামী সরকারে চায় ৫১ শতাংশ তরুণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

দেশের তরুণদের ৫১ দশমিক ৩ শতাংশ চায় বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসুক। তরুণদের ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেওয়া ১৪ দশমিক ৮ শতাংশ তরুণ এই সরকারের দুর্নীতি নিয়ে অসন্তুষ্ট।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ভাবনা’ শীর্ষক এক গবেষণা জরিপে এ ফলাফল উঠে আসে। বলা হয়, জরিপে অংশ নেওয়া ৩০ দশমিক ২ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে পরিবর্তন দেখতে চায়। একই সঙ্গে তরুণদের ১৮ দশমিক ৫ শতাংশ নির্বাচন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো  নেয়নি। জরিপে অংশ নেওয়া তরুণদের ১৫ দশমিক ৭০ শতাংশ বলেছে, তারা চায় একটি দুর্নীতিমুক্ত সরকার। অন্যদিকে সুশাসনের সরকার চায় ১৬ দশমিক ৭৫ শতাংশ তরুণ।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। গবেষণা ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এই জরিপ চালায়। দেশের ১২ জেলার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ১ হাজার ১৮৬ তরুণ এই গবেষণায় অংশ নেয়।

গবেষণায় নেতৃত্ব দেন অস্ট্রেলিয়া প্রবাসী আবুল হাসনাৎ মিল্টন। তিনি বলেন, সরকার বদল হলেও দেশের উন্নয়ন কর্মকাণ্ড চলমান দেখতে চায় তরুণরা। তরুণদের অধিকাংশ মোবাইলের কলরেট ও ইন্টারনেট নিয়ে ক্ষোভ জানিয়েছে। তরুণরা রাজনীতিতে সক্রিয়ভাবে আসতে নিরুৎসাহী হলেও তারা রাজনীতিসচেতন।

চলতি বছরে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে জরিপে মতামত দিয়েছে তরুণরা। তাদের ২ দশমিক ৮ শতাংশ কোটা সংস্কার আন্দোলন ও ২ দশমিক ৫ শতাংশ নিরাপদ সড়ক নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের কো-ইনভেস্টিগেটর কাজী আহমেদ পারভেজ, কলরেডির প্রধান পরিচালন কর্মকর্তা আজাদ আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads