• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘শোডাউন’ বন্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলল ইসি

নির্বাচন কমিশন (ইসি)

জাতীয়

‘শোডাউন’ বন্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলল ইসি

ঋণের তথ্য চেয়ে চিঠি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নিয়ে সব ধরনের মিছিল-শোডাউন বন্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি পুলিশের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে। এ ছাড়া ইসি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে শোডাউন বন্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শেষ হওয়ার পরই পুলিশকে মিছিল-শোডাউন বন্ধে নির্দেশ দেয় ইসি। তবে এখনো চলছে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ফরম বিক্রি, বিতরণ-জমার কাজ।

আচরণবিধি যথাযথ প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে বলে জানান ইসির উপসচিব আতিয়ার রহমান।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গত শুক্রবার থেকে রাজধানীতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা শোডাউন করেছেন। তখন ইসি কিছু বলেনি। এখন তারা দেখতে পাচ্ছেন বিএনপি অফিস জনসমুদ্রে পরিণত হচ্ছে তাই শোডাউন বন্ধ করতে চায়। তাই পুলিশকে নির্দেশ দিয়েছে। এ ইসি নিরপেক্ষ নয়।

ঋণের তথ্য চেয়ে চিঠি : নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য চেয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খানের সই করা চিঠিটি পাঠানো হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এটি পাঠানো হবে বাংলাদেশ ব্যাংককে। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ঋণখেলাপিরা জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এ কারণে ঋণখেলাপিরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলকারী ঋণখেলাপিদের যাতে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সে জন্য আইনে নির্ধারিত সব ব্যাংক থেকে ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

এদিকে ঋণখেলাপি হয়ে যাতে প্রার্থিতা বাতিল না হয়, তার জন্য অনেকেই ব্যাংকগুলোতে ধরনা দিচ্ছেন। তারা ঋণের অর্থ পরিশোধ করছেন। অনেকে ঋণ পুনঃতফসিল করে নিচ্ছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর ও প্রার্থিতা  প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর।  ভোট হবে ৩০ ডিসেম্বর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads