• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা ক্যাম্প সিল করার নির্দেশ ইসি সচিবের

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ

ছবি : সংগৃহীত

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প সিল করার নির্দেশ ইসি সচিবের

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

হেলালুদ্দীন বলেন, ‘নির্বাচনকে ঘিরে রোহিঙ্গারা প্রার্থীদের সঙ্গে বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতে পারে। তাদের ভাড়া করে নিয়ে ভোট দেওয়ানোর একটা প্রবণতা থাকতে পারে। তাই রোহিঙ্গারা যাতে নির্বাচনের দিন ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য পুরো রোহিঙ্গা ক্যাম্পকে সিল করে দিতে হবে।’ সভায় নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কক্সবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকার নির্দেশ দেন।

ইসি সচিব বলেন, প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ করছেন। এ কমপ্লেনগুলো আমরা খতিয়ে দেখেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা ছাড়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোকে আমরা রেড জোন হিসেবে বিবেচনা করছি। এসব জেলা থেকে আমরা প্রচুর কমপ্লেন পাচ্ছি। প্রার্থীরা আইনশৃঙ্খলা বহিনীর বিরুদ্ধে বলছে, আবার আইনশৃঙ্খলা বাহিনীও প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এ কমপ্লেনগুলো আমরা খতিয়েও দেখেছি। এ বিষয়ে আপনাদের কাছে নির্দেশনা থাকবে বা অনুরোধ থাকবে যাতে পরিবেশ শান্ত থাকে।

হেলালুদ্দীন আহমদ আরো বলেন, শুধু এসব এলাকা নয়, সারা বাংলাদেশে যাতে পরিবেশ শান্ত থাকে সেই বিষয়ে নির্বাচন কমিশন আইজিপি মহোদয়কে নির্দেশনা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads