• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘২০১৮ সালে দেশে ১১ হাজার মানুষ আত্মহত্যা করেছে’

সংগৃহীত ছবি

জাতীয়

‘২০১৮ সালে দেশে ১১ হাজার মানুষ আত্মহত্যা করেছে’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম চৌধুরী জানিয়েছেন, দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।  ২০১৮ সালে দেশে ১১ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি। জাপানে এক সময় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকলেও এখন তা কমে এসেছে। অথচ আমাদের দেশে নানা সামাজিক কারণে এই প্রবণতা বেড়েই চলেছে।

আজ সোমবার সাতক্ষীরায় আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেলিম চৌধুরী বলেন, ‘এ অবস্থা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হতে হবে।’

কর্মশালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, তার জেলায় ২০১৮ সালে ২৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬ জন।

কর্মশালায় অন্যদের মধ্যে কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম  প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads