• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শুধু ভালো ফলাফল শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ছবি : সংগৃহীত

জাতীয়

শুধু ভালো ফলাফল শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : শিক্ষামন্ত্রী

  • শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ পাওয়ার জন্য নোট বই, গাইড বই ও কোচিং করার প্রতিযোগিতা হয়। কে কীভাবে ভালো ফলাফল করবে, এটাই থাকে তাদের প্রতিযোগিতা। ভালো ফলাফল হলেই হবে না। শুধু ভালো ফলাফল শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীকে মানবতা নৈতিকতা দেশপ্রেম সততা ও নিষ্ঠা শিখতে হবে। পাঠ্যসূচি ক্লাসেই শেষ করতে হবে। কোনো স্কুল কলেজে নোট বই গাইড বই পড়াতে যেন শুনতে না পাই। শিক্ষকরা যেন কোচিং বাণিজ্য করতে না পারেন। প্রাইভেট না পড়লে ফেল করানো, এটা যেন আমি শুনতে না পাই। এ দুর্নাম যেন এ দেশে না থাকে। তিনি গতকাল শুক্রবার শরীয়তপুর সরকারি কলেজের ৪০তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে ভালো মানের শিক্ষা দরকার। এ কাজে সবাইকে অংশ নিতে হবে। বাংলাদেশ বীরের দেশ এ দেশ কারো কাছে হাত পাতবে না।

তিনি আরো বলেন, যারা দেশের অগ্রগতি মেনে নিতে পারে না তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ, দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয় অপরাজনীতি করে তাদের দমন করতে নারীদের এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads