• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে পরিত্যক্ত সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদী গ্রামে ঝুঁকিপূর্ণ সেতু পার হচ্ছেন এক নারী

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

সোনারগাঁয়ে পরিত্যক্ত সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদী গ্রামে পরিত্যক্ত একটি সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কারোও নজরে পড়ছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। ৩৮ বছর আগে হামছাদী খালের উপর নির্মিত এ সেতুতে গত এক বছরে ৭৫টি দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ৩৮ বছর আগে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের (ইউপি) হামছাদী খালের উপর একটি সেতু নির্মিত হয়। অপ্রশস্ত ও সেতুর মুল অংশ থেকে দুই পাশ বেশি ঢালু হওয়ার কারণে সেতুটি নির্মিত হওয়ার পর থেকেই বড় ভারি কোনো ধরনের যানবাহন এ সেতু ব্যবহার করতে পারেনি। সেতুটিতে গত ১১ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে এ সেতুটি ব্যবহার না করার জন্য স্থানীয় এলাকাবাসীদের অনুরোধ জানান এবং সেতু ভেঙ্গে নতুন সেতু করার আশ্বাস দেন। 

হামছাদী গ্রামের বাসিন্দা বিপ্লব আহমেদ জানান, এ সেতুর দক্ষিণ প্রান্তে একটি মাদ্রাসা ও উত্তর প্রান্তে হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেতুটি ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী ও হামছাদী গ্রামের ৬ হাজার মানুষ যাতায়াত করে। সরকার এ সেতুটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করলেও খালটি পারাপারের বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে শিক্ষার্থী ও এলাকাবাসীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় হামছাদী গ্রামের বাসিন্দা ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুতে গত এক বছরে প্রায় ৭৫টি দুর্ঘটনা ঘটেছে। সেতু থেকে পড়ে গিয়ে গ্রামের অনেকেই হাতপা ভেঙ্গে পঙ্গু হয়েছে। সর্বশেষ গত সোমবার একটি অটোরিকশা সেতুর উপর উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ দুই যাত্রীর হাতপা ভেঙ্গে মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতরা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ জানান, আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে দুর্ভোগে রয়েছে হামছাদী গ্রামের মানুষ। সেতুর জন্য গ্রামবাসীদের মহাদুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি সেতুটি নির্মাণের কয়েক দফা আশ্বাস দিলেও এখনও কাজটি বাস্তবায়ন করেনি।

এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার জানান, সেতুটি ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads