• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

ফাইল ছবি

জাতীয়

উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মে ২০১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, তরুণরা দেশের সম্পদ। দেশের উন্নয়ন কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে, গতি পাবে। দেশ ও সমাজের সকল উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার হবিগঞ্জের নালুয়াতে চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন দেশের উন্নয়ন নিশ্চিত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, তরুণদের উন্নয়নের জন্য সরকার সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণদের সম্পদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। আধুনিক বাংলাদেশ গঠনে তরুণদের মেধার ব্যবহার নিশ্চিত হয়েছে আজ। সরকার একটি সুস্থ সবল তরুণ প্রজন্ম তৈরি করার জন্য খেলাধুলার উন্নয়নে সকল সময়ই গুরুত্ব আরোপ করেছে।

মাহবুব আলী বলেন, চা বাগানের যে সৌন্দর্য তা কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব। আমাদের চা বাগানগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হলে এখানে কর্মরত শ্রমিকসহ আশেপাশে বসবাসরত সকল মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। দেশের উন্নয়নে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads