• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
ঢাকা ওয়াসা দুই ভাগ করার সুপারিশ

ছবি : সংগৃহীত

জাতীয়

ঢাকা ওয়াসা দুই ভাগ করার সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মে ২০১৯

ঢাকা ওয়াসার পানির মান নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রতিষ্ঠানটি ভেঙে দুই টুকরো করতে বলেছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করে কমিটি।

কমিটির সভাপতি সাবেক প্রধান হুইপ আবদুস শহীদ গণমাধ্যমকে বলেন, সংসদ সচিবালয় আজকের বৈঠকের বিষয়ে ওয়াসাকে জানিয়েছিল। কিন্তু তারা আসেনি। কেন আসেনি, আমরা সেই ব্যাখ্যা চেয়েছি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বেশকিছু প্রকল্পের অগ্রগতি নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে।

কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, স্থানীয় সরকার বিভাগের ২৭২টি প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের অগ্রগতি ১০ ভাগের কম। কমিটি এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং ঢাকা ওয়াসার প্রকল্পগুলোর কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়া এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বৈঠকে উপস্থিত না হওয়ায় কমিটি ক্ষোভ প্রকাশ করে।

আবদুস শহীদের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য নুর-ই-আলম চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads