• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 নাগেশ্বরীতে বিরল প্রজাতির প্রাণী বনরুই উদ্ধার

বিরল প্রজাতির প্রাণী বনরুই

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

নাগেশ্বরীতে বিরল প্রজাতির প্রাণী বনরুই উদ্ধার

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মে ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাশিম বাজার এলাকা থেকে  একটি বিরল প্রজাতির প্রাণী বনরুই উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে থানার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে এ বিরল প্রজাতির প্রাণিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার প্রাণীটি বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি।

এলাকাবাসী জানায়, কাশিমবাজার ছনবান্দা গ্রামের মৃত মনছের আলীর সন্তান আব্দুর রশিদ প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সীমানা পিলার, পুরাতন কয়েনসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। প্রতারণার উদ্দেশে বনরুইটিকে মহামূল্যবান প্রাণী দেখিয়ে বিক্রির উদ্দেশে ভারত থেকে এনে থাকতে পারে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল জানান, বনরুইটিকে বিরল বন্য প্রাণী হিসেবে উদ্ধার করা হয়েছে এবং নাগেশ্বরী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন  জানান, বনরুইটি সুস্থ আছে, আজকেই রংপুর বিভাগীয় বনকর্মতার অফিসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads