• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
সৌরভকে তারাকান্দা থেকে উদ্ধার

সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলমকে উদ্ধার করেছে পুলিশ।

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

১১ দিন নিখোঁজের পর

সৌরভকে তারাকান্দা থেকে উদ্ধার

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

১১ দিন নিখোঁজের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলমকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্প্রতিবার সকালে ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ সৌরভকে তার পরিবারের হস্তান্তর করে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিং ঢেকে এসপি শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। এসময় দুর্বৃত্তরা সৌরভকে আটকে রেখেছিল বলে দাবী করেন। এখন পর্যন্ত দুবৃত্তদের কোনও পরিচয় পাওয়া যায়নি বলে জানান এসপি শাহ আবিদ হোসেন।

পুলিশ সুপার আরো জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দার মধুপুর বটতলা এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে চোখ বাধা অবস্থায় ফেলে রেখে যায়। ওই রাইস মিলের কর্মচারী সৌমিক বিষয়টি ফোনে সৌরভের পরিবারকে জানায়। পরিবার ঢাকার কাউন্টার টেরোরিজম কর্তৃপক্ষকে অবগত করে। পরে খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে। পরে পুলিশ সুপারের বাংলোয় কিছুক্ষন বিশ্রামের পর সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের হেফাজতে সৌরভকে তার ঢাকার বনানীর বাসায় পাঠানো হয়। সৌরভ সম্পূর্ণ সুস্থ আছেন বলেও জানান এসপি শাহ আবিদ।

প্রসঙ্গত গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরন করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার। তাদের দাবি, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। একটি কালো পাজেরো গাড়িতে তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন ১০ জুন পাঁচলাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার বাবা। তাদের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

ইফতেখার আলম সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads