• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বরমচালবাসী আরো দুর্ঘটনার আশঙ্কায় 

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

বরমচালবাসী আরো দুর্ঘটনার আশঙ্কায় 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ বুধবার কুলাউড়া উপজেলার বরমচালে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। এদিকে এ দুর্ঘটনার জন্য স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রোমান আহমদকে গতকাল মঙ্গলবার ঢাকায় তলব করা হয়। এ ব্যাপারে রোমান আহমদের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্থানীয়রা জানিয়েছে, কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজ ভেঙে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল করলেও তাতে সন্তুষ্ট নন তারা। আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।

গতকাল সরেজমিন দেখা যায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেন দুর্ঘটনাস্থল ধীরে ধীরে অতিক্রম করছে। আর ক্ষতিগ্রস্ত রেললাইনের উভয় পাশে চারটি বগি পড়ে আছে। বড়ছড়া নদীতে সেই বগিটিও পড়ে আছে। উৎসুক মানুষ ক্ষতিগ্রস্ত ট্রেন দেখতে এখনো ভিড় করছেন। এ সময় শ্রমিকদের ক্ষতিগ্রস্ত রেললাইন ও বড়ছড়া রেলব্রিজে সংস্কারের কাজ করতেও দেখা যায়।

এ সময় স্থানীয় বাসিন্দারা জোরপূর্বক সাংবাদিকদের টেনে নিয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনে সংযোগস্থল (জয়েন্ট) দেখান। দুটি রেলের সংযোগস্থলে স্লিপারের সঙ্গে আটটি ক্লিপ থাকার কথা থাকলেও কোথাও একটি, আবার কোনো কোনো জয়েন্টে ক্লিপই নেই। তা ছাড়া রেলের সঙ্গে স্লিপারের ক্লিপ নেই। রেলের স্লিপারের মধ্যে পাথর নেই। এই অবস্থায় দুর্ঘটনা হবে নাতো কী হবে-প্রশ্ন বরমচালবাসীর। এমনকি স্টেশন এলাকায় রেললাইনের আশপাশসহ রেললাইনে ঘাস চোখে পড়ার মতো।

৭০ বছর বয়সী মাসুক মিয়া জানান, স্টেশনে তিনটি লাইন রয়েছে। তিন নম্বর লাইনটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এক নম্বর লাইনও। শুধু দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এ অবস্থায় বরমচাল স্টেশনে কোনো ট্রেন ক্রসিং করা মোটেও সম্ভব নয়। ফলে এই ট্রেনলাইনে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বরমচাল স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনটিকে দুই নম্বর লাইনেই লাইন ক্লিয়ারেন্স দেওয়া ছিল। কম্পিউটারেও কোনো সমস্যা উল্লেখ করে আগে থেকে নির্দেশনা দেওয়াও হয়নি। কুলাউড়া স্টেশন মাস্টার আফছার উদ্দিন ও রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক জানান, রেলমন্ত্রী মহোদয় সিলেট যাবেন জানি। তবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন কি না জানি না।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বুধবার আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেট আসবেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads