• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

ডিআইজি মিজান

সংগৃহীত ছবি

জাতীয়

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

পুলিশের সমালোচিত ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো চিঠিতে অনুমোদনের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত সোমবার তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে ডিআইজি মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নাসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মিজানের বিরুদ্ধে মামলা পরিচালনা-সংক্রান্ত গেজেটও প্রকাশ হয়েছে। এর ফলে থানায় নয় বরং নিজ দপ্তরেই মামলা করছে দুদক। মামলাটি করা হয়েছে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ে।

মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করে প্রতিবেদন তৈরি করে দুদকের অনুসন্ধান টিম। কমিশনের বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের পর তা অনুমোদন পায়।

দুদকের প্রতিবেদনে মিজানের চার কোটির বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads