• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

ছবি : সংগৃহীত

জাতীয়

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার সকালে সাংবাদিকদের এ কথা জানান হুসেইন মুহম্মদ এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, এরশাদের ফুসফুস সংক্রমণ কমেছে, কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সাবেক এই রাষ্ট্রপতিকে লাইফ সাপোর্টে রাখা হবে কি না এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, লাইফ সাপোর্টে রাখার মতো খারাপ অবস্থা এখনও এরশাদের হয়নি।

গতকাল রোববার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী প্রচারে যোগ দেননি। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads