• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

জাতীয়

তিস্তা ব্যারেজ এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ

  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

তিস্তা ব্যারেজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও ব্যারেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার।

আজ বিকেলে দেশের এই বৃহত্তম সেচ প্রকল্প পরিদর্শনে গিয়ে পানি সম্পদ সচিব তিস্তা ব্যারেজ এলাকা স্বল্প পরিমাণে ভারী যানবাহন চলাচলের বিষয়ে অবগত হন এবং এ বিষয়ে তিনি গভীর উদ্বেগে প্রকাশ করে তৎক্ষণাৎ ভারী যানবাহন বন্ধের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে পানি সম্পদ সচিব সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি ভারী যানবাহনগুলোকে ব্যারেজ এলাকা এড়িয়ে চলার আহবান জানান এবং ব্যারেজ কর্তৃপক্ষকে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে লোহার বার স্থাপনের নির্দেশ দেন।

পানি সম্পদ সচিবের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে লোহার বার স্থাপন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে।

তিস্তা ব্যারেজ ‘ গ্রেড-১’ ভূক্ত রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা এবং ব্যারেজের উপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমোদন থাকলেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads