• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কমলগঞ্জে বিপন্ন সন্ধী কচ্ছপ উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

কমলগঞ্জে বিপন্ন সন্ধী কচ্ছপ উদ্ধার

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ভেসে আসার একটি সন্ধী কচ্ছপ একটি বাড়ি হতে উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার রাত ১২টায় মনিপুরী ঘোরামার গ্রামে বুলন্দ সিংহ কাছ থেকে বিপন্ন জলজ প্রাণী কচ্ছপটি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে সন্ধী কচ্ছপটি আটক করেন বুলন্দ সিংহ।

জানা যায়, ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ঘোরামারা গ্রাম দিয়ে বন্যার পানি প্রবেশের সময় মাছ ধরতে গিয়ে বিপন্ন জলজ প্রাণী সন্ধি কচ্ছপটি আটক করেন একই গ্রামের বুলন্দ সিংহ নামে এক যুবক।

স্থানীয় লোকজন কচ্ছপটি ছেড়ে দিতে অনুরোধ করলেও বুলন্দ সিংহ তা না করে বাড়িতে নিয়ে যান।কচ্ছপটি দেখতে কালোর মধ্যে সাদা। সন্ধি কচ্ছপের গায়ে সাদা ফুট ফুট চিহ্ন রয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ জীব বৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া লাউয়াছড়া বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ইউনিটকে জানালে রাত ১২টায় আদমপুরের ঘোরামারা গ্রামে এসেছে বন বিভাগের লোকজন আটক কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

উদ্ধার করা কচ্ছটিকে চিকিৎসার পর অবমুক্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads