• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

ফাইল ছবি

জাতীয়

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৯

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ জন। এ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ স্বপন কুমার অধিকারী এ তথ্য জানিয়ে বলেন, এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। এ পর্যন্ত কেউ মারা যায়নি।

হাসপাতালে রোগীর বেড সংখ্যা কম হওয়াতে সাধারণ রোগীও বেড সংকটে ভুগছে। এ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ওয়ার্ডে চার শতাধিক ব্যাক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মাত্র ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads