• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ফরিদপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

স্বজনদের আহাজারী

সংগৃহীত ছবি

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুমন বশার রাজ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ওই কলেজছাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুমন।

সুমন বাশার মাগুরা জেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন মাগুরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
রিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, গত ১২ আগস্ট বিকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন এই হাসপাতালে ভর্তি হয়। সুমনের ডেঙ্গুর সংক্রমণ মস্তিষ্কে আঘাত হানে। আজ সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। আমরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

সুমনের বাবা মিজানুর রহমান জানান, তার তিন ছেলের মধ্যে সে ছিল সবার বড়। গত ৮ আগস্ট হাসপাতালে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। ৮ আগস্ট প্রথমে তাকে মাগুরা হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হলে ১২ আগস্ট সেখানে ভর্তি করা হয়।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী ভর্তি হয়েছে। আর শনিবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৩৯৬ জন রোগী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads