• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নাগরিকত্ব ছাড়া মিয়ানমারে না ফেরার প্রত্যয়

ছবি : সংগৃহীত

জাতীয়

নাগরিকত্ব ছাড়া মিয়ানমারে না ফেরার প্রত্যয়

আশ্রয়ের দুই বছর পূর্তিতে রোহিঙ্গা ক্যাম্পে বিক্ষোভ

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৯

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা আবারো নাগরিকত্বের নিশ্চয়তা ছাড়া মিয়ানমার ফিরতে অনীহা প্রকাশ করেছেন। হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে বিশাল সমাবেশে রোহিঙ্গা নেতারা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। গতকাল রোববার উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ করেন রোহিঙ্গারা।

রোববার সকাল থেকে উখিয়ার ২০টি ক্যাম্প থেকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু মিছিলসহকারে সমাবেশস্থলে যোগদান করেন। কুতুপালং মেগা ক্যাম্পের বর্ধিত-৪ নং ক্যাম্পের মাঠে বর্ষপূর্তি সমাবেশের আয়োজন করে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বা এআরএসপিএইচ। ওই সমাবেশে লক্ষাধিক রোহিঙ্গার সমাগম ঘটতে দেখা গেছে। ঐ সমাবেশে ওই সংগঠনের রোহিঙ্গা নেতারা বক্তব্য দেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া সমাবেশটি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় সকাল সাড়ে ১০টায়। এআরএসপিএইচ-এর চেয়ারম্যান মাস্টার মহিবুল্লাহ বলেন, আমরা বাংলাদেশের পূর্ণ সমর্থন নিয়ে নিজ দেশ মিয়ানমার ফিরতে চাই। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মিয়ানমারে স্বাধীন ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ঘর-বাড়িতে বসবাসের নিশ্চয়তা পেলে মিয়ানমার ফিরে যেতে প্রস্তুত বলে জানান।

অন্যদিকে কুতুপালং ২ নং ক্যাম্পের ডি-ব্লকের মাঠে আরেকটি বর্ষপূর্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা রিফিউজি কাউন্সিলের আয়োজনে সমাবেশে ওই সংগঠনের নেতারা বক্তব্য দেন। সংগঠনের সভাপতি সিরাজুল মোস্তফা

বলেন, বাংলাদেশ সরকার যদি ২০১৭ সালের ২৫ আগস্টের পর লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় না দিত তাহলে সেটিই হতো বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য মানবিক ট্র্যাজেডি।

বিপুলসংখ্যক রোহিঙ্গার প্রাণ রক্ষা করায় রোহিঙ্গা জনগোষ্ঠী চিরদিন বাংলাদেশ ও স্থানীয় লোকজনের প্রতি কৃতজ্ঞ থাকবে। তারা বলেন, আমরা আশাবাদী বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যেভাবে উদারতা ও সহানুভূতি দেখিয়েছে সেভাবে রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তার ব্যবস্থা করে মিয়ানমার ফেরত পাঠাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads