• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আবরার হত্যায় দায় ছাত্রলীগের নয় : রাব্বানী

সংগৃহীত ছবি

জাতীয়

আবরার হত্যায় দায় ছাত্রলীগের নয় : রাব্বানী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় দায় ছাত্রলীগের নয় বলে দাবি করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

আবরার হত্যাকাণ্ড নিয়ে গতকাল সোমবার বিকেলে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পদ হারানো গোলাম রাব্বানী।

স্ট্যাটাসটি সময় নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো : 

‘‘দায়টা কোনভাবেই সংগঠনের নয়, সংগঠন তো শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত হবার দীক্ষা দেয়; সত্য, সুন্দর, ইতিবাচকতা আর মানবিকতার জয়গান গাইতে শেখায়।

দায়টা ব্যক্তি বিশেষের। তবে পরিতাপের বিষয়, এক মন দুধে কয়েক ফোটা গো-মূত্রের ন্যায় গুটিকয়েক বিপথগামী, প্রতিক্রিয়াশীলদের অপকর্মের দায়ভার পুরো সংগঠনের উপরই বর্তায়।

ঘটনা যাই হোক, আইনের ছাত্র হিসেবে এটুকু বুঝি, মার্ডার ক্যান নট বি জাস্টিফাইড বাই এনি মিনস!

অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী! সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads