• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে গরুর অচেনা রোগ 'লাম্পি স্কিন'

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

শ্রীপুরে গরুর অচেনা রোগ 'লাম্পি স্কিন'

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে কয়েকটি ইউনিয়নে গরুর শরীরে লাম্পি স্কিন নামের এক অচেনা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানকার গরুর সারা শরীর জুড়ে গুটিগুটি হয়ে কয়েকদিন পর তা ঘাঁয়ে পরিণত হয়। সময়মত চিকিৎসা দেওয়া না হলে গরুর মৃত্যু পর্যন্ত হচ্ছে।  খামারিরা ভীড় করছেন স্থানীয় পশু চিকিৎসালয়গুলো। নিরুপায় হয়ে খামারিরা রোগ আক্রান্ত গরু কম দামেও বিক্রি করছেন। এ সব গরু কসাইরা জবাই করে বিভিন্ন বাজারে সাধারন ক্রেতার কাছে বিক্রি করছে মাংস। এ কারণে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোহাগাছ উত্তর পাড়া গ্রামের গরু খামারি জাকির হোসেন বলেন, গত কয়েক দিন আগে তার দুটি গরুর শরীররে গুটিগুটি দেখা যায়। গুটিগুটি দিন দিন বাড়তেই থাকে। এক সময় তা ঘাঁয়ে পরিণত হয়। পরে তিনি দ্রুত পশু হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। তার একটি গরু এখন বিছুটা ভাল।

ভিটিপাড়া গ্রামের খামারি রতন মিয়া জানান, তার একটি দুধালো গাভী এ রোগে আক্রান্ত হয়েছিল। এ সময় ব্যথায় ওই গাভীটি দুধ দেওয়া কমিয়ে দেয়। পরে স্থানীয় পশু চিকিৎসক নিয়ে দ্রুত চিকিৎসা করান। তিনি বলে এমন অচেনা রোগে আগে কখনো গরু-বাছুর নিয়ে বিপদে পড়িনি। তার এলাকায় আরো বেশ কিছু খামারে এ রোগে আক্রান্ত অনেক গরু রয়েছে।

লাকচতল গ্রামের কৃষক আলমগীর শেখ জানান, দেড় সপ্তাহ আগে আমার একটি বড় গাভী লাম্পি স্কিন ডিজিসে আক্রান্ত হয়। পরে অনেক টাকা খবর করে রোগ মুক্ত হয়।

বালিয়া পাড়া গ্রামের কৃষক আবদুল গফুর জানান, প্রায় আশি হাজার টাকা দামের একটি ষাড় এ রোগে পড়ে। পরে পশু চিকিৎসক বাড়িতে এনে চিকিৎসা করানো হয়েছে। উপজেলা পশু হাসপাতাল অনেক দূরে হওয়াই স্থানীয় চিকিৎক দিয়ে চিকিৎসা করানো হয়েছে।

স্থানীয় পশু চিকিৎসক (গ্রাম্য ডাক্তার) জামাল উদ্দীন বলেন, হঠাৎ লাম্পি স্কিন ডিজিসটি (রোগ) ছড়িয়ে পড়েছে। আগে কখনো এ রোগে এতো বেশি গরু আক্রান্ত হয়নি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ রোগের জন্য নিয়মিত বিভিন্ন খামারে চিকিৎসা করতে হচ্ছে।  ইতোমধ্যে বেশ কয়েক কৃষক তাদের আক্রান্ত গরু কসাইয়ের কাছে কম দামে বিক্রি করে দিয়েছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ সামউিল বাছির জানান, এটা একটি ভাইরাসজনিত রোগ। লাম্পি স্কিন ডিজিসি(রোগ) মশার কামড়েই বেশি ছড়ায়। অনেক সময় আক্রান্ত কোনো গরুর লালা থেকেও অন্য সুস্থ্য গরু আক্রান্ত হতে পারে। এ ক্ষেতে রোগ প্রতিরোধে মশা থেকে পশুকে রক্ষা করতে হবে। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে। এ রোগের কোনো ভ্যাকসিন এখনো তৈরি হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দীন জানান, এ রোগ নতুন নয়। তবে এ বছর এর প্রাদুর্ভব বেশি। আমারা কৃষক ও খামারিদের নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads