• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মানুষের যেন ক্ষতি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব : আইনমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

মানুষের যেন ক্ষতি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব : আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

দেশে চলমান করোনা সঙ্কটে মানুষের যাতে ক্ষতি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২২ মার্চ) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস উদ্ভূদ পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা আমাদের দেখা দায়িত্ব।

এদিকে দেশের সকল অধঃস্থন (নিম্ন) আদালতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য মামলার বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান বিচারপতির সঙ্গে রবিবার (২২ মার্চ) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পৃথকভাবে সাক্ষাতের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করতে প্রধান বিচারপতি আসতে বলেছিলেন। বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকলেই পরিস্থিতির ব্যাপারে সারাক্ষণ মনিটরিং করব এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা দেখেছি নিম্ন আদালতে লোক সমাগম অনেক হয়। ডব্লিউএইচও এবং সরকারও লোকসমাগম থেকে দূরে থাকতে বলেছে। একারণে প্রধান বিচারপতি হয়তো নিম্ন আদালত সমূহকে নির্দেশনা দেবেন। তিনি বলেন, আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া লোক সমাগম এড়ানো যায় সে ব্যবস্থা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই প্রধান বিচারপতি অপরাপর সহকর্মীদের (বিচারপতি) নিয়ে বসবেন। সরকার কি পদক্ষেপ নেয় তা দেখে ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রজ্ঞাপণে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধঃস্থন (নিম্ন) আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এজন্য দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক।’

এতে আরও বলা হয় ‘এমতাবস্থায়, দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত এই সার্কূলার অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে কারাবন্দি আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করতে দেশের সকল অধস্তন আদালতের প্রতি নির্দেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads