• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাংলাদেশকে ২ কোটি দশ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা ভাইরাস প্রাদুর্ভাব

বাংলাদেশকে ২ কোটি দশ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে দুই কোটি ১০ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, করোনার বিরূদ্ধে যুদ্ধে বাংলাদেশ সরকারের জাতীয় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনার আওতায় অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা ও রোহিঙ্গা শিবিরে প্রস্তুতিকে সহযোগিতা করতে ওই অর্থ দেওয়া হবে।

যুক্তরাজ্য বাংলাদেশকে তার সহায়তার ৭০ লাখ পাউন্ড দেবে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের মাধ্যমে।

ওই অর্থ বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের জন্য পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), পরীক্ষাগারের জন্য সরঞ্জাম সরবরাহ ও হাসপাতালের জন্য অক্সিজেন সরবরাহসহ পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে করোনা মোকাবিলায় প্রস্তুত করতে কাজে লাগবে।

যুক্তরাজ্য দেশের ২০টি শহরে ২১ লাখ ৬০ হাজার বস্তিবাসীর জন্য হাত ধোয়া ও তথ্য জানানোর ব্যবস্থা চালু করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে ৩০ লাখ পাউন্ড দেবে।

এছাড়া কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের নেটওয়ার্ক চালু করতে ব্র্যাককে ১০ লাখ পাউন্ড এবং রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাতিসংঘ ও এর এনজিও অংশীদারদের এক কোটি পাউন্ডেরও বেশি অর্থ সহায়তা দেবে যুক্তরাজ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads