• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনায় বোরো ধান কাটার মৌসুমে সংকট শ্রমিকের, বিপাকে চাষীরা

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় বোরো ধান কাটার মৌসুমে সংকট শ্রমিকের, বিপাকে চাষীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

একদিকে করোনা সংক্রমনের কারণে মানুষ ঘরে বসে লকডাউন নির্দেশ করছে। আর অন্যদিকে বোরো ধান কাটার মৌসুমে এর প্রভাব পড়েঝে মাঠে। চাষীরা বলছে ধান কাটা যাচ্ছে না শ্রমিকের অভাবে। অথচ এর মধ্যে না কাটতে পারলে জোয়ারের পানিতে ধান নষ্ট হওয়ার সশ্বানা দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় আছেন মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার চাষীরা।

মৌলভীবাজারের হাওড়াঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটতে বিনামূল্যে মেশিন সরবরাহের দাবি করছেন কৃষকরা। এদিকে বাগেরহাটের ফকিরহাটে শ্রমিক সংকটের কারনে ধান ঘরে তোলা নিয়ে শংকা দেখা দিয়েছে।

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী যখন খাদ্য সংকটের মধ্যে মাঠ ভরা বোরো ফসল মৌলভীবাজারের কৃষকের মুখে এনে দিয়েছে হাসি। তবে আছে নানা শংকাও। হাকালুকি, কাওয়াদিঘী ও হাইল হাওড়ে আগাম জাতের ধান কাটা শুরু করেছেন চাষীরা। তবে করোনার প্রভাবে শ্রমিক সংকট কৃষকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলার বেশিরভাগ এলাকায় ফসল ভালো হয়েছে বলছেন, কৃষকেরা। ঘরে তুলতে পারলে এ মৌসুমে জেলায় চালের কোনো সংকট হবেনা।

কৃষি বিভাগ ধান কাটার আধুনিক যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে। এদিকে, বাগেরহাটের ফকিরহাটে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান ঘরে তোলা নিয়ে শংকা দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে, ধানের ভালো ফলনের কারণে করোনাশঙ্কার পরও দেশে খাদ্য সংকট হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads