• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাজশাহীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

রাজশাহীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০২০

করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত মোশাররফ হোসেন(৫৭) পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হিসেবে নওগাঁয় রেঞ্জ রিজার্ভ ফোর্স-(আরআরএফ) শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনায় আক্রান্ত এসআই মোশারফ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি হন এবং রাত ১১টার দিকে মারা যান।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে ৩ হাজার ২৪৮ জন পুলিশ সদস্য আক্রান্ত এবং ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

আক্রান্তদের মধ্যে ২৩৭ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এব্ং মোট আক্রান্তের ১ হাজার ২৭৭ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য বলে জানা গেছে।

এদিকে, বাংলাদেশে আরও ২৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads