• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০২০

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। এ মাইলফলকে পৌঁছাতে সময় লেগেছে পাঁচ মাস।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আরও দুই হাজার ৮৫১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫০২।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ল্যাবগুলোতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৯৯৫টি।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

 গত ডিসেম্বরে চীনের উহান শহরে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে মরণঘাতি এ ভাইরাস। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ১৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৩ লাখ ৭৩ হাজার প্রায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads