• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাষ্ট্রিয় মর্যাদায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের দাফন সম্পন্ন

রাষ্ট্রিয় মর্যাদায় লুৎফর রহমান শাহ দাফন সম্পন্ন। ইনসেটে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ

ছবি : বাংলাদেশের খবর

শোক সংবাদ

রাষ্ট্রিয় মর্যাদায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের দাফন সম্পন্ন

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৯

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৫টায় টাটকপুর দাখিল মাদ্রসা মাঠে দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে শরীরের বিভিন্নরোগের চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্যা, ১ স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কমান্ডার লুৎফর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে শত্রুমুক্ত করতে বিশেষ অবদান রেখেছিলেন। ১৯৮০ সালের পর থেকে বিভিন্ন সময়ে ২০ বছরেরও বেশি সময় ধরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক এই কমান্ডারের মৃত্যুতে দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবিলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার, থানার ওসি মনিরুজ্জামান মনিরসহ ব্যবসায়ী বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads